Bangladesh Police

Apps

অনিক ও আপিল কর্মকর্তা

অভিযোগ ব্যবস্থাপনা পদ্ধতি (GRS):

 

সেবা প্রাপ্তিতে অসন্তুষ্ট হলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করুন। তার কাছ থেকে সমাধান পাওয়া না গেলে নিম্নোক্ত পদ্ধতিতে যোগাযোগ করে আপনার সমস্যা অবহিত করুন।

(ক) কখন যোগাযোগ করবেন: বাংলাদেশ পুলিশের বিভিন্ন জেলা / ইউনিট এর দয়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কোন সমাধান দিতে ব্যর্থ হলে।

(খ) কোথায় /কার সাথে যোগাযোগ করবেন: সেবা প্রাপ্তিতে অসন্তুষ্ট হলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করুন।

  • নিন্মে কলাম-১ এ বর্ণিত বিভিন্ন জেলা/ ইউনিটের ইউনিট প্রধান/ফোকাল পয়েন্টের সাথে যোগাযোগ করবেন (মোবাইল নম্বর সমূহ পরিশিষ্ট -খ আকারে সংযুক্ত)।
  • কলাম-১ এ বর্ণিত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সমাধান দিতে ব্যর্থ হলে কলাম -২ এ বর্ণিত বাংলাদেশ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগনের সাথে যোগাযোগ করবেন (মোবাইল নম্বর সমূহ পরিশিষ্ট -ক আকারে সংযুক্ত)।
  • কলাম-২ এ বর্ণিত উর্ধ্বতন কর্মকর্তা মহোদয়গন কর্তৃক সমস্যা সমাধানে ব্যর্থ হলে কলাম -৪ এ বর্ণিত পুলিশ হেডকোয়ার্টার্স, বাংলাদেশ পুলিশ, ঢাকা এর ফোকাল পয়েন্ট (GRS) এর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা গেল।

 

 
জেলা/ইউনিট  কোথায় যোগাযোগ করবেন নিষ্পত্তির সময়সীমা ফোকাল পয়েন্ট (GRS)
                কলাম-১ কলাম-২ কলাম-৩

বেলাল উদ্দিন

বিপিঃ ৭২০১১১২৯২৯

অ্যাডিশনাল ডিআইজি (ডিএন্ডপিএস)

ফোন-০২-৫৫১০১৬১৭

মোবা-০১৩২০০০০১০২

ইমেইল-addldigd_p@police.gov.bd

বাংলাদেশ পুলিশ

পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা

ওয়েব পোর্টাল: প্রতিষ্ঠানের ওয়েব পোর্টালের GRS পোর্টালের ঠিকানা

 পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা অ্যাডিশনাল ডিআইজি (হেডকোয়ার্টার্স), পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা ডিআইজি (হেডকোয়ার্টার্স) পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা  
 জেলা পুলিশ সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপার সংশ্লিষ্ট রেঞ্জ ডিআইজি  
 মেট্রোপলিটন পুলিশ সংশ্লিষ্ট বিভাগের উপ-পুলিশ কমিশনার পুলিশ কমিশনার  
 সিআইডি বিশেষ পুলিশ সুপার (প্রশাসন) অতিরিক্ত আইজি, সিআইডি, ঢাকা  
 এসবি  বিশেষ পুলিশ সুপার (প্রশাসন) অতিরিক্ত আইজি, এসবি, ঢাকা  
এন্টি টেরোরিজম ইউনিট  পুলিশ সুপার (প্রশাসন) অতিরিক্ত আইজি, এটিইউ, ঢাকা  
 ট্যুরিষ্ট পুলিশ  পুলিশ সুপার (প্রশাসন) অতিরিক্ত আইজি, ট্যুরিষ্ট পুলিশ, ঢাকা  
 পিবিআই  পুলিশ সুপার (প্রশাসন) অতিরিক্ত আইজি, পিবিআই, ঢাকা  
 পিটিসি  পুলিশ সুপার (প্রশাসন) সংশ্লিষ্ট পিটিসি কমান্ড্যান্ট  
বিপিএ, সারদা, রাজশাহী  পুলিশ সুপার (প্রশাসন) প্রিন্সিপ্যাল, বিপিএ, সারদা, রাজশাহী  
 নৌ পুলিশ  পুলিশ সুপার (প্রশাসন) অতিরিক্ত আইজি, নৌ পুলিশ, ঢাকা  
 এপিবিএন সংশ্লিষ্ট ব্যাটালিয়ন অধিনায়ক অতিরিক্ত আইজি, এপিবিএন হেডকোয়ার্টার্স, ঢাকা  
হাইওয়ে পুলিশ  পুলিশ সুপার (প্রশাসন)  অতিরিক্ত আইজিপি, হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা  
র‌্যাব সংশ্লিষ্ট ব্যাটালিয়ন অধিনায়ক মহাপরিচালক, র‌্যাব ফোর্সেস সদর দপ্তর, ঢাকা  
পুলিশ হাসপাতাল পুলিশ সুপার (প্রশাসন) পরিচালক, কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, ঢাকা  
 
All rights reserved | Copyright © 2014 - 2024 | Designed & Developed by : PeopleNTech