ঢাকা, ০৭ মে ২০২২ খ্রি.
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) এর উদ্যোগে পুলিশ সদর দফতরের আয়োজনে শনিবার (৭ মে) রাতে মিরপুরে পুলিশ স্টাফ কলেজ কনভেনশন হলে ঈদ পুনর্মিলনী ২০২২ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, এমপি পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।
অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন, মন্ত্রীবর্গ, সংসদ সদস্যবৃন্দ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোঃ আখতার হোসেন, সচিববৃন্দ, বিদেশি কূটনীতিকগণ, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া, বিভিন্ন পত্রিকার সম্পাদকগণ, সিনিয়র সাংবাদিকবৃন্দ এবং প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকগণ এ সময় উপস্থিত ছিলেন।
আইজিপি ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) আগত অতিথিদের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। তাঁর আমন্ত্রণে সাড়া দিয়ে পুনর্মিলনী অনুষ্ঠানে অংশ নেয়ায় সবার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিগণ, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ এবং পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা সস্ত্রীক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
করোনা মহামারীর ক্রান্তিকালে এ পুনর্মিলনী এক মিলন মেলায় পরিণত হয়। এ ধরনের অনুষ্ঠানে অংশ নিতে পেরে সবার মধ্যে প্রাণ চাঞ্চল্য সৃষ্টি হয়। অনেকদিন পর অনেকের সাথে সাক্ষাত হওয়ায় কেউ কেউ স্মৃতিকাতর হয়ে পড়েন। তাদেরকে স্মৃতিবিজড়িত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে দেখা যায়।
দেশের বিশিষ্ট শিল্পীবৃন্দ এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।