Apps

Recent Activaties

পুলিশ সপ্তাহ ২০২৩ - বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঢাকা, ৭ জানুয়ারি ২০২৩ খ্রি.

 

পুলিশ সপ্তাহ ২০২৩ এর পঞ্চম দিনে আজ (৭ জানুয়ারি ২০২৩ খ্রি.) বিকালে রাজারবাগ পুলিশ লাইনস মাঠে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ।

প্রতিযোগিতায় পিলো পাসিং, বালিশ খেলা, হাঁড়ি ভাঙা, দৌড়, বেলুন ফুটানো, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাগণের জন্য হাঁটা ইত্যাদি ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে।

পরে পুরস্কার বিতরণ পর্বে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।

প্রধান অতিথির বক্তব্যে আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশের ক্রীড়াবিদেরা নৈপূণ্য প্রদর্শন করে ক্রীড়া ক্ষেত্রে বাংলাদেশ পুলিশের অবস্থান সুদৃঢ় করেছে। তিনি বলেন, খেলাধুলার সাথে জড়িত থাকলে দেহমন সুস্থ থাকে। নিজেদের মধ্যে শৃঙ্খলাবোধ জাগ্রত হয় যা পুলিশ সদস্যদের পেশাগত উৎকর্ষ সাধনে অত্যন্ত জরুরি।

তিনি সুশৃংখলভাবে ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন করায় আয়োজকদের ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপিগণসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ, তাদের সহধর্মিণীগণ এবং সন্তান উপস্থিত ছিলেন।

 

 
All rights reserved | Copyright © 2014 - 2025 | Maintained by : Perky Rabbit Corporation Ltd.