Apps

Recent Activaties

কাবাডিকে সারা বিশ্বে ছড়িয়ে দিতে চাই : আইজিপি

ঢাকা, ২৪ ফেব্রুয়ারি ২০২৩

 

ইরানের উর্মিয়া শহরে আগামী ২৮ ফেব্রুয়ারি শুরু হচ্ছে ২য় জুনিয়র বিশ্ব কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৩, শেষ হবে ৪ মার্চ।

২য় জুনিয়র বিশ্ব কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৩ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন। দলের সদস্যগণ গতকাল সন্ধ্যায় পুলিশ হেডকোয়ার্টার্সে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি ও ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম এর সাথে সাক্ষাৎ করেছেন।

 খেলোয়াড়দের উদ্দেশ্যে আইজিপি বলেন, তোমরা ভালো খেলো বলেই আজ বিদেশে খেলতে যাচ্ছ। তোমারা দেশের সুনাম বৃদ্ধির জন্য সচেষ্ট থাকবে।

 আইজিপি বলেন, কাবাডি খেলোয়াড়দেরকে বিদেশ থেকে প্রশিক্ষক এনে কোচিং দেয়া হচ্ছে। তোমাদের খেলার মান বাড়ানোর জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি। তিনি বলেন, আমরা বাংলাদেশের জাতীয় খেলা কাবাডিকে সারা বিশ্বে ছড়িয়ে দিতে চাই।

এসময় বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) এবং অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 
All rights reserved | Copyright © 2014 - 2025 | Maintained by : Perky Rabbit Corporation Ltd.