Apps

Recent Activaties

এটিইউ এবং UNODC এর যৌথ উদ্যোগে আয়োজিত Inception and Briefing Meeting অনুষ্ঠিত

ঢাকা, ২৫ মার্চ ২০২৩ খ্রি.

 

এন্টি টেররিজম ইউনিট (এটিইউ) এবং United Nations Office on Drugs & Crime (UNODC) এর যৌথ উদ্যোগে এটিইউ প্রধান ও অতিরিক্ত আইজিপি জনাব এসএম রুহুল আমিন এর সভাপতিত্বে হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও (পদ্মা হল), ঢাকায় 'Initiatives on Countering Violent Extremism and Terrorism through Strengthening of Community and Beat Policing Mechanisms and Strategies in Bangladesh’ শীর্ষক প্রকল্পের Inception and Briefing Meeting অনুষ্ঠিত হয়।

 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ জনাব চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশস্থ কানাডিয়ান হাই কমিশনার H.E. Ms. Lilly Nicholls এবং Guest of honour হিসেবে UNODC এর দক্ষিণ এশিয়ার আঞ্চলিক প্রতিনিধি Mr Marco Teixeira উপস্থিত ছিলেন। এছাড়াও এন্টি টেররিজম ইউনিটসহ বাংলাদেশ পুলিশের অন্যান্য ইউনিটের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সম্মানিত প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

 

জনাব মো: মনিরুজ্জমান বিপিএম (বার), পিপিএম (বার), ডিআইজি (অপারেশন্স), এন্টি টেররিজম ইউনিট অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন। জনাব মফিজ উদ্দিন আহম্মেদ, পিপিএম, ডিআইজি (প্রশাসন), এন্টি টেররিজম ইউনিট এর ধন্যবাদ জ্ঞাপন ও সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।

 
All rights reserved | Copyright © 2014 - 2025 | Maintained by : Perky Rabbit Corporation Ltd.