ঢাকা, ৩১ জুলাই ২০২৩ খ্রি.
ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুল থেকে প্রকাশিত “গাড়ি চালানোর কলাকৌশল” বই -এর মোড়ক উন্মোচন করা হয়েছে। আজ রবিবার সকাল ১১ টায় পুলিশ হেডকোয়ার্টার্সের আইজিপি লাউঞ্জে বইটির মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ প্রধান আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল–মামুন বিপিএম (বার), পিপিএম। অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন ‘বইটি পুলিশ ও জনগনকে ড্রাইভিং জানতে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ এরপর তিনি টিডিএস এর অফিশিয়াল ওয়েবসাইট উদ্বোধন করেন।
এ সময় অতিরিক্ত আইজিপি (এইচআরএম) ব্যারিস্টার মোঃ হারুন অর রশিদ, বিপিএম, ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলের ডিআইজি ও বইটির সম্পাদক মোঃ নজরুল ইসলাম, এনডিসি, অতিরিক্ত ডিআইজি মোসলেহ উদ্দিন আহমদ, পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হালিম প্রমুখ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ।