Bangladesh Police

Apps

Recent Activaties

রাজারবাগে ঈদের নামাজ আদায় করলেন আইজিপি

ঢাকা, ১৭ জুন ২০২৪ খ্রি.

 

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম রাজারবাগ পুলিশ লাইনসে বাংলাদেশ পুলিশ কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র ঈদুল আযহার নামাজ আদায় করেছেন।

 

তিনি আজ সোমবার (১৭ জুন) সকাল সাড়ে সাতটায় অনুষ্ঠিত ঈদের জামাতে অংশ গ্রহণ করেন।

 

ঈদের জামাতে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ, পুলিশ সদস্যগণ ছাড়াও সর্বস্তরের মুসল্লিগণ অংশগ্রহণ করেছেন।

 

নামাজ শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ, দেশের অব্যাহত অগ্রযাত্রা, সমৃদ্ধি এবং দেশবাসীর শান্তি ও সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

 

পরে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম পুলিশ কর্মকর্তা, পুলিশ সদস্য এবং মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

 

আইজিপি ঈদের নামাজ শেষে  ডিএমপির মেস পরিদর্শন করেন এবং পুলিশ সদস্যদের খোঁজখবর নেন। তিনি নিজেদের ঈদ আনন্দ বিসর্জন দিয়ে জনগণের আনন্দ নিশ্চিত করার লক্ষ্যে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

 
All rights reserved | Copyright © 2014 - 2025 | Designed & Developed by : PeopleNTech